ডাকাতি, মাদকসহ পাঁচ মামলার আসামি পেশাদার দুর্ধর্ষ ডাকাত মোঃ আব্দুল হান্নান (৪৫)কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ। এ সময় হান্নানের সাথে তার আরো দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। তারা হলো- মোঃ খোকন সরদার (৫০) ও মোঃ সোলেমান মৃধা (২০)।
মঙ্গলবার (৭ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ০২:৫৫ ঘটিকায় কমলাপুরের পানির পাম্পের গেটের সামনে থেকে তাদেরকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়।
মতিঝিল থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মতিঝিল থানার একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পায়, মতিঝিলের কমলাপুর শেরেবাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের পিছনে কমলাপুর পানির পাম্পের গেটের সামনে ৮-১০ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রসহ ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাৎক্ষণিক সেখানে পৌঁছায় পুলিশের টহল টিমটি। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৮-১০ জন ডাকাত পালানোর সময় হান্নানসহ খোকন ও মৃধাকে গ্রেফতার করে থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে একটি কাঠের বাটযুক্ত ছুরি, একটি প্লাস্টিকের বাটযুক্ত ছুরি, একটি কাঠের হাতলযুক্ত হাতুড়ি, একটি স্টেইনলেস স্টিলের ছুরি, একটি স্টিলের ধারালো চাকু ও একটি প্লাস্টিকের স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত তিনজনসহ পলাতক ডাকাতরা দেশীয় অস্ত্রসহ রাস্তায় ডাকাতি করার জন্য কমলাপুর পানির পাম্পের গেটের সামনে অবস্থান করছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃত হান্নানের বিরুদ্ধে ডিএমপির সবুজবাগ ও খিলগাঁও থানায় মাদক, ছিনতাই, ডাকাতি, ডাকাতির প্রস্তুতিসহ পাঁচটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।