মেঘ গুড় গুড়,
মেঘ গুড় গুড়
মেঘের সাথে আড়ি
মেঘ কেন বলেনা যে
কোথায় তার বাড়ি।
মেঘের সাথে মিলে গেলাম
করলাম এক সন্ধি
বৃষ্টিকে সে ফন্দি করে
করেই দিবে বন্দী।
বৃষ্টি আমার দরকার হলেই
অঝোর ধারায় নামবে
যখন বলবো থামরে এবার
তখন সে কি থামবে?
মেঘ গুড়গুড়,
মেঘ গুড়গুড়
মেঘের সাথে আড়ি,
মেঘ কেন বলেনি এতোদিন
কোথায় যে তার বাড়ি?