ঘরের মাঠে দিনামো জাগরেবকে ৯-২ গোলে গুঁড়িয়ে দিয়ে চ্যাম্পিয়নস লিগের চলতি আসরে দুর্দান্ত শুরু করে বায়ার্ন মিউনিখ। তবে দ্বিতীয় ম্যাচে অ্যাস্টন ভিলার মাঠে হারের পর বার্সেলোনার কাছে বিধ্বস্ত হয়ে আত্মবিশ্বাসের বেলুন চুপসে গিয়েছিল বায়ার্ন মিউনিখের। তবে চতুর্থ ম্যাচে এসে ফের জিতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন হ্যারি কেইন-থমাস মুলাররা।
বুধবার (৬ নভেম্বর) রাতে আলিয়ান্স আরেনায় চ্যাম্পিয়নস লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে বেনফিকাকে ১-০ গোল হারিয়েছে ভিনসেন্ট কোম্পানির বায়ার্ন। হ্যারি কেইনের পাঠানো ক্রসে বুলেট হেডারে ৬৭তম মিনিটে একমাত্র গোলটি করে ম্যাচের ভাগ্য গড়ে দেন বায়ার্নের প্রতিভাবান তরুণ জামাল মুসিয়ালা।
এ দিন বায়ার্নের ডেরায় ঢুকে ম্যাচজুড়ে একেবারে কোণঠাসা হয়ে ছিল পর্তুগিজ ক্লাবটি। মাত্র ২৬ শতাংশ সময় বলের ওপর দখল রাখতে পারলেও একবারও গোলে শট নিতে পারেনি বেনফিকার খেলোয়াড়রা। ম্যাচে মাত্র একবার শট নেওয়ার সুযোগ তৈরি করে তারা, সেটিও লক্ষ্যে রাখতে ব্যর্থ হয়।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বায়ার্ন বস ভিনসেন্ট কোম্পানি বলেন, ‘(আজকে) যা করেছি, তা একেবারে মন্দ নয়। তবে আমাদের আরও ভালো করার জায়গা রয়েছে। সর্বোপরি, খেলোয়াড়দের ওপর আমার যথেষ্ট আস্থা রয়েছে।’
দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ১৭তম স্থানে উঠেছে বায়ার্ন। সমান পয়েন্ট নিয়ে ১৯তম স্থানে বেনফিকা।