টাকার তিনটি নোট পবির্তন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। আজ সোমবার সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদেরএ তথ্য জানান তিনি। সালেহ উদ্দিন আহমেদ বলেন, বাজারে ৫, ১০ ও ২০ টাকার কাগুজে নোটের অবস্থা খুব নাজুক। এটা দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করা হবে। দেশের মানুষকে টাকার নোট যত্নে রেখে ব্যবহার করার তাগিদ দিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘পুরোনো টাকাগুলো তো বাজার থেকে আপনি আউট করতে পারবেন না। একেবারে খুব খারাপগুলো বাংলাদেশ ব্যাংকে জমা হয়, এগুলো আমরা চেষ্টা করেছি, সময় থাকতে টাকা আরও ডিউরেবল করা যায় কি না। সেজন্য অনেক আগে আমি চিন্তা করেছিলাম, ধাতব মুদ্রা ব্যবহার করতে।’ চলতি বা আগামী মাসে বাজেট পুনর্বিবেচনা করা হতে পারে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘কালো টাকা সাদা করার সুযোগ আমরা বন্ধ করে দিয়েছি। চলতি বা আগামী মাসে বাজেট রিভাইজড বা পুনর্বিবেচনা করা হতে পারে। বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে।’
Reporter Name
-
Update Time :
সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
-
২৮৮
Time View
অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, কালো টাকা সাদা করার সুযোগ আমরা বন্ধ করে দিয়েছি। চলতি মাসে বা আগামী মাসে বাজেট রিভাইজ করা হতে পারে।
আজ সোমবার সকালে সচিবালয়ে রফতানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।
এ সময় তিনি বলেন, জিডিপির বাস্তব সংখ্যা কত এর পরিসংখ্যান জানার কাজ চলছে। খুব শীঘ্রই চলতি বছরের রফতানির লক্ষ্যমাত্রা প্রকাশ করা হবে।
এ সময় সংবাদিকের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, বাজারে ৫,১০ ও ২০ টাকার কাগজি নোটের অবস্থা খুব নাজুক। এটা দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, দেশের মানুষকে মুদ্রা যত্নে রেখে ব্যবহার করতে হবে। বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি।
Please Share This Post in Your Social Media
More News Of This Category