বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) ফতুল্লার কাঠেরপুল এলাকায় ‘কাঠেরপুল যুব সংসদ’র উদ্দ্যেগে এলাকার খেটে খাওয়া অন্তত ৭শ’ রোজাদার নিয়ে এই আয়োজন করা হয়।
কাঠেরপুল যুব সংসদের যুগ্ম আহবায়ক মো. ইমনের সার্বিক তত্ত্বাবধান ও যুগ্ম আহবায়ক মো. রাজুর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, নারায়নগঞ্জ মহানগর জাতীয়তাবাদী তরুণ দলের যুগ্ম আহবায়ক মো. রবিন ও যুবনেতা সোহেল খন্দকার।
আয়োজক,অন্যান্যদের মাঝে ছিলেন-সোহাগ,রাকিব, মাসুদ, রায়হান, রনি, বাবু, ইমরান, সাফায়েত, শিমুল, সুজন, আব্দুল্লাহ ও রিফাত সহ কাঠেরপুল যুব সংসদের সকলে।
এসময় দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত মিডিয়া ও প্রশাসনের কর্মকর্তা মধ্যে কয়েকজনের মধ্যে দেশের বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট জে এইচ রিপন জানান, বিগত সময়ে এতো ভালো আয়োজন এখানে খুব কম হয়েছে। সাধারণত এসকল আয়োজনে উচ্চ শ্রেণি পেশার মানুষরা উপস্থিত থাকে। তবে, কাঠেরপুল যুব সংসদের এই আয়োজন ভিন্ন। এলাকার এতো মানুষকে নিয়ে আয়োজিত এই ইফতার মাহফিলে আসা অধিকাংশ মানুষই ছিল খেটে খাওয়া সাধারণ মানুষ। যা খুব কমই দেখা যায়। এই উদ্দ্যেগ সত্যিই প্রশংসার দাবিদার।
এসময় উপস্থিত সকলেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও কাঠেরপুল যুব সংসদের মঙ্গল কামনা করেন। পাশাপাশি আরও বেশি বেশি সামাজিক কর্মকান্ডে লিপ্ত থাকার আহবার জানান তারা।