অভিনেত্রী মনামী ঘোষ
কিছুদিন আগেই জাপানে ঘুরতে গিয়েছিলেন টালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে দেশটির বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর নানা ছবি শেয়ার করেছেন তিনি। প্রায়ই অবশ্য বিভিন্ন জায়গা ঘুরে বেড়াতে দেখা যায় এ অভিনেত্রীকে।
তবে এবার জাপানে বেড়াতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী মনামী। সোশ্যালে শেয়ার করা ছবিগুলোর মধ্য থেকে কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায় পড়ে গিয়ে বেশ চোট পেয়েছেন।হাঁটু ছিলে গিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, দুর্ঘটনার ছবিগুলো সোশ্যালে পোস্ট করে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের দুশ্চিন্তা না করার জন্য বলেছেন লাস্যময়ী সুন্দরী মনামী। তিনি লিখেছেন, ‘পোস্টটি করার কারণ, এখন থেকে আপনারা আমার শরীরে কিছু স্থানে ক্ষত দেখতে পাবেন। অনেকেই আমার কাছে এই আঘাতের কথা জানতে চেয়েছেন।’
অভিনেত্রী মনামী লিখেছেন, ‘কিয়োতোতে (জাপানের এলাকা) একটি ছোট্ট দুর্ঘটনার শিকার হয়েছি আমি। তবে সেই দুর্ঘটনা দমিয়ে রাখতে পারেনি আমায়। বরং আমি নিজের মতো এক্সপ্লোর করছি। আপাতত একদম ঠিক আছি। আর হ্যাঁ, চতুর্থ ও পঞ্চম ছবিটি মাকে দেখানোর জন্য আমি তুলেছি।