1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
বিদেশি দুটি পিস্তল ও ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের কর্মী গ্রেপ্তার | Daily Halchal Somoy
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন

বিদেশি দুটি পিস্তল ও ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের কর্মী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৮ Time View

পাবনার ঈশ্বরদীতে দুটি বিদেশি পিস্তল ও ইয়াবাসহ সোহান কবির (২৭) নামে স্বেচ্ছাসেবক দলের এক কর্মীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঈশ্বরদী সার্কেল।

মঙ্গলবার উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল পশ্চিমপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সোহান কবির ওই এলাকার মতি ঘরামির ছেলে।

স্থানীয়রা জানান, সোহান কবির স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি দলের প্রতিটি আয়োজনেই অংশ নেন। তবে রাজনৈতিক পরিচয়ের আড়ালে সে দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপকর্মে লিপ্ত ছিল বলে অভিযোগ রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঈশ্বরদী সার্কেলের পরিদর্শক এসআই শের আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে সোহান কবিরকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল জব্দ করা হয়, যার একটির গায়ে ‘মেড ইন ইউএসএ’ এবং অপরটিতে ‘মেড ইন পাকিস্তান’ লেখা রয়েছে। এছাড়া তার কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেটও জব্দ করা হয়।

এসআই শের আলম আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোহান কবির দীর্ঘদিন ধরে মাদক ও অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার সহযোগীদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। পাবনা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে বিস্তারিত তদন্ত করবেন।

ঈশ্বরদী থানার ওসি আব্দুন নুর বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অস্ত্র ও মাদকসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বলে আমরা জানতে পেরেছি। আনুষ্ঠানিকভাবে থানায় হস্তান্তরের পর তাকে আদালতের মাধ্যমে পাবনা জেলে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD