মানুষ হিসেবে আপনি কেমন? তা জানতে এখন আর বেশি সময় নিতে হবে না। কারণ সাইকোলোজিক্যাল ফ্যাক্ট বলছে, মানুষের বসার ভঙ্গি থেকে সহজেই বোঝা সম্ভব তার ব্যক্তিত্ব। বিষয়টি নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম
১. ছবিতে বাঁ থেকে ১নং বসার ভঙ্গি অনুযায়ী, হাঁটু একসঙ্গে কিন্তু পায়ের দুই পাতায় দূরত্ব রেখে বসে। তবে সে ব্যক্তি চিন্তাহীন হয়ে থাকেন। আর এ কারণে কঠিন সময়েও তিনি স্বাভাবিক হয়েই থাকতে পারেন। পরিকল্পনাহীন জীবনযাপনে তারা অভ্যস্ত।
২. ছবিতে ২নং বসার ভঙ্গি অনুযায়ী, যদি কাউকে পায়ের ওপর পা তুলে বসতে দেখেন তবে তিনি বেশ উচ্চাকাঙ্ক্ষী। হাসিখুশি হয়ে জীবন কাটানোতেই প্রাধান্য দেন তারা।
৩. ছবির ৩নং মানুষ অনুযায়ী, যারা হাঁটু ফাঁক করে পায়ের পাতা একসঙ্গে করে সোজা হয়ে বসেন তারা সহজে কাউকে বিশ্বাস করেন না। কথা বলতে পছন্দ করেন। সময়ের অপচয় করে এমন মানুষ তাদের অপছন্দ।
৪. ছবির ৪নং মানুষ অনুযায়ী, যারা হাঁটু এবং পায়ের পাতা একসঙ্গে করে সোজা হয়ে বসেন তারা নিজের মধ্যে গুটিয়ে থাকতে পছন্দ করেন। এরা বেশ ভদ্র ও শান্ত স্বভাবের হয়ে থাকে।