উত্তরায় ফোন করে ডেকে নিয়ে মাইক্রোবাস, স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পূর্ব থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম মোঃ মাজেদুর হক। এ সময় তার হেফাজত হতে ছিনতাই হওয়া একটি নোয়া মাইক্রোবাস, বিভিন্ন ধরনের স্বর্ণালংকার ও নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
গত শনিবার (২৪ আগস্ট ২০২৪) উত্তরার পলওয়েল মার্কেটের সামনে থেকে গ্রেফতার করা হয়।
এজাহার সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মাজেদ ভিকটিম মোঃ মনিরুল ইসলামের পূর্ব পরিচিত। গত ৯ আগস্ট ২০২৪ তারিখ সন্ধ্যায় গ্রেফতারকৃত মাজেদ ভিকটিমকে ফোন করে উত্তরার ৬ নং সেক্টরের রাজউক মডেল কলেজের মেইন গেইটে জরুরীভাবে আসতে বলেন। ভিকটিম তার ড্রাইভারসহ নোয়া মাইক্রোবাস নিয়ে সেখানে যান। যাওয়ার পর মাজেদ তাদের গাড়িতে উঠেন। তাদের নিয়ে উত্তরা ৪নং সেক্টরের একটি বাসায় যান। সেখানে পূর্ব থেকেই অবস্থান করা সহযোগীদের নিয়ে ভিকটিম ও তার ড্রাইভারকে ভয়ভীতি দেখিয়ে মাইক্রোবাস, সাথে থাকা স্বর্ণের চেইন ও আংটি নিয়ে নেয়। ভিকটিমকে সেখানে আটকে রেখে ভিকটিমের ড্রাইভারকে নিয়ে ভিকটিমের বাসায় যায়। বাসা থেকে বিভিন্ন ধরনের ৮ ভরি ওজনের স্বর্ণালংকার লুঠ করে পূর্বের স্থানে যায়। পরে রাত ২টার দিকে তাদের ভয়-ভীতি দেখিয়ে ভিকটিমকে ফেলে রেখে মাইক্রোবাস ও লুণ্ঠিত মালামাল নিয়ে চলে যায়। এ সংক্রান্তে গত ২৪ আগস্ট উত্তরা পূর্ব থানায় ভিকটিমের অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু হয়।
মামলা তদন্তকালে প্রযুক্তির সহায়তায় গত শনিবার (২৪ আগস্ট ২০২৪) উত্তরার পলওয়েল মার্কেটের সামনে থেকে গ্রেফতার করা হয়। উত্তরা পূর্ব থানার মামলায় গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।