সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মির্জাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো- শাল্লা ইউনিয়নের সীমেরকান্দা গ্রামের সরাজ মিয়ার ছেলে আকিব মিয়া (৫) এবং বাহাড়া ইউনিয়নের মির্জাকান্দা গ্রামের কবির হোসেনের ছেলে তানভির মিয়া (৫)। আকিব মিয়া মামার বাড়ি মির্জাকান্দা গ্রামে বেড়াতে এসেছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে মির্জাকান্দা গ্রামে লিল মিয়ার বাড়িসংলগ্ন পুকুরপাড়ে খেলতে যায় আকিব ও তানভীর। সেখানে কয়েকজন শিশুর সঙ্গে খেলার একপর্যায়ে দুজনই পানিতে পড়ে যায়। পরে অন্য শিশুরা বড়দের খবর দিলে তারা আকিব ও তানভীরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মির্জাকান্দা গ্রামের বাসিন্দা স্থানীয় ইউপি সদস্য আলমাছ মিয়া বলেন, ঘটনাস্থলে ছোট ছোট শিশুরাই ছিল। এ কারণে কেউ কাউকে রক্ষা করতে পারেনি।
তানভীর হোসেনের বাবা কবির হোসেন জানান, খেলাধুলার একপর্যায়ে পানিতে পড়ে গিয়ে তাদের মৃত্যু হয়েছে।
শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজীব বিশ্বাস জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আইনগত প্রক্রিয়া শেষে শিশুদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।