অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসলামের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদ প্রাঙ্গণে হানা দিয়েছে বহু ইসরায়েলি বসতি স্থাপনকারী। ওয়াফা সংবাদ সংস্থার বরাতে লাইভ প্রতিবেদনে আল জাজিরা এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এইসব ইসরায়েলি নাগরিকরা অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ব্যক্তিগত ফিলিস্তিনি জমিতে অবৈধভাবে বসবাস করেন।
এতে বলা হয়, ইসরায়েলি বাহিনীর সুরক্ষায় তারা মসজিদ প্রাঙ্গণে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করছে বলে জানা গেছে। জেরুজালেমের স্থিতাবস্থা ব্যবস্থার অধীনে অমুসলিমদের এই প্রাঙ্গণে উপাসনা করার অনুমতি নেই।
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে স্কুলছাত্রসহ ৩০ জন আটক
ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি (পিপিএস) জানিয়েছে, পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে আজ ভোরে ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে উচ্চ বিদ্যালয়ের ৭ জন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে।
পিপিএস জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে ইসরায়েলি কর্তৃপক্ষ এই গ্রেপ্তার চালিয়েছে। এই বছর মোট ৬৭ জন শিক্ষার্থীকে পরীক্ষা দিতে বাধা দেওয়া হয়েছে।