অবশেষে সূচক বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আগামী অর্থবছরের (২০২৪-২৫) প্রস্তাবিত বাজেট পেশের পর গত তিন কার্যদিবস সূচকের পতন হয়। এতে বাজার নিয়ে বিনিয়োগকারীরা হতাশ হয়ে পড়ে। ফলে গতকাল বুধবার ডিএসইতে সূচকের উত্থানে লেনদেন হওয়ায় ঈদের আগে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে।বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল ডিএসইতে সূচক বাড়লেও অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন এই বাজারে লেনদেনকৃত মোট ৩৯৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৬১টির, কমেছে ১৬৮টির। আর অপরিবর্তিত রয়েছে ৬৬টির দর। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৩ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে এক হাজার ১০০ পয়েন্টে ও বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮১২ পয়েন্টে অবস্থান করছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫০ কোটি ৭৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪৩১ কোটি ৬৪ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৮০ কোটি ৮৫ লাখ টাকা। দেশের প্রধান এই শেয়ারবাজারে গতকাল টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ দশটি কোম্পানি হলো—ইউনিলিভার কনজ্যুমার কেয়ার, লাভেলো আইসক্রিম, সি পার্ল বিচ রিসোর্ট, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ওরিয়ন ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, ই-জেনারেশন, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো।
অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল লেনদেনকৃত মোট ২১৭টি কোম্পানির মধ্যে ৫০টির দাম বেড়েছে, কমেছে ১২৪টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৩টির দর। এতে সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১৫ পয়েন্ট। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ২৯ লাখ টাকার। আগের কার্যদিবসে লেনদেন হয় ১০৭ কোটি ৯৭ লাখ টাকা।