পঞ্চম বাংলাদেশি হিসেবে গত ১৯ মে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন বাবর আলী। ওইদিন বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি। এরপর এভারেস্টের লাগোয়া পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত লোৎসে জয়ে অভিযান শুরু করেন বাবর আলী। সবশেষ গত ২১ মে বাংলাদেশ সময় সকাল ৬টা ৫ মিনিটে এর চূড়ায় ওঠেন তিনি।
এভারেস্ট ও লোৎসে অভিযান শেষে বেজক্যাম্পে ফিরেছেন বাবর আলী। বুধবার (২২ মে) তার এভারেস্ট জয়ের প্রথম ছবি প্রকাশ পেয়েছে। এদিন সন্ধ্যায় দেশের একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এভারেস্ট ও লোৎসে জয়ের অনুভূতি ও অভিজ্ঞতা শেয়ার করেছেন বাবর। তিনি জানান, এভারেস্ট জয়ের পর সেখান থেকে নামার সময় তুষারঝড়ের মুখে পড়েছিলেন। ওই ঝড়ের কারণে ক্যাম্পে নামতে তার প্রায় দুই ঘণ্টা বিলম্ব হয়।এর আগে চলতি বছরের ১ এপ্রিল নেপালের উদ্দেশে দেশ ছাড়েন বাবর আলী। পর্বতারোহণের প্রয়োজনীয় অনুমতি ও নানা সরঞ্জাম কেনার কাজ শেষ করে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে লুকলার উদ্দেশ্যে রওনা হন তিনি। সপ্তাহ খানেকের ট্রেকিং শেষ পৌঁছান এভারেস্টের বেস ক্যাম্পে। এরপর সেখান থেকেই মূল অভিযান শুরু হয়। পর্বতের চূড়ায় উঠতে সময় লাগে দুই মাসের মতো।
সবশেষ গত ১৯ মে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি। পরে দুইদিন পর ২১ মে বাংলাদেশ সময় সকাল ৬টা ৫ মিনিটে পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত লোৎসে জয় করেন। এভারেস্ট জয়ের যাত্রা শুরুর আগে বাবর আলী জানিয়েছিলেন, বিশ্বের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্টে জয় করা অনেকের স্বপ্ন। প্রতিবছর হাজারো পর্বতারোহী এভারেস্টের পথে হাঁটেন। কিন্তু এভারেস্টের চূড়ায় ওঠার পর একইসঙ্গে আরেক পর্বতশৃঙ্গ লোৎসে ওঠার চেষ্টা বাংলাদেশ থেকে আগে হয়নি। আমি সেই চ্যালেঞ্জটাই নিলাম। অর্থাৎ, একই অভিযানে মাউন্ট এভারেস্ট ও চতুর্থ উচ্চতম পর্বত মাউন্ট লোৎসের চূড়ায় উঠবো।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছেন ৩৩ বছর বয়সী বাবর আলী। এরপর শুরু করেছিলেন চিকিৎসা পেশা। তবে থিতু হননি। চাকরি ছেড়ে দেশ-বিদেশ ঘোরার কর্মযজ্ঞ শুরু করেন। সাইকেলিংয়ের পাশাপাশি এখন পর্যন্ত সারগো রি (৪ হাজার ৯৮৪ মিটার), সুরিয়া পিক (৫ হাজার ১৪৫ মি.), মাউন্ট ইয়ানাম (৬ হাজার ১১৬ মি.), মাউন্ট ফাবরাং (৬ হাজার ১৭২ মি.), মাউন্ট চাউ চাউ কাং নিলডা (৬ হাজার ৩০৩ মি.), মাউন্ট শিবা (৬ হাজার ১৪২ মি.), মাউন্ট রামজাক (৬ হাজার ৩১৮ মি.), মাউন্ট আমা দাবলাম (৬ হাজার ৮১২ মি.) ও চুলু ইস্ট (৬ হাজার ০৫৯ মি.) পর্বতের চূড়ায় উঠেছেন এই তরুণ।