আজকাল বেশ চর্চিত নাম সুইডেন আসলাম। ১৯৯৭ সালে যুবলীগ নেতা গালিব হত্যার পর গ্রেফতার হওয়া এই সন্ত্রাসী বুধবার গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে মুক্তি পেলেন। তার আসল নাম শেখ মোহাম্মদ আসলাম। একসময় সুইডেন ছিলেন বলে পরিচিত হয়ে ওঠেন সুইডেন আসলাম নামে।
আসলামের পরিবার ঢাকার নবাবগঞ্জ থানার আলগা ইউনিয়নের সাঁথিয়া গ্রামের। তার বাবা শেখ জিন্নাত আলী ছিলেন একটি রড-সিমেন্টের দোকানের মালিক। আসলাম ঢাকার ইন্দিরা রোডে থাকতেন এবং তেজগাঁও পলিটেকনিক স্কুল থেকে এসএসসি পাস করেন।
আসলামের অপরাধের তালিকা বেশ দীর্ঘ। ১৯৮০ এর দশকের শেষের দিকে আসলাম অপরাধ জগতে প্রবেশ করেন। ফার্মগেইটে ‘চাইনিজ’ নামের এক সন্ত্রাসীর সঙ্গে বিবাদের পর আসলাম কুখ্যাত হয়ে ওঠেন। ১৯৮৭ সালে তিনি কিশোর শাকিলকে হত্যা করেন, যা দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডের শুরু।
১৯৯৭ সালে যুবলীগ নেতা গালিব হত্যার পর তিনি গ্রেফতার হন। তখন তার বয়স ছিল ৩৫ বছর। গ্রেফতার হওয়ার পরও আসলাম কারাগারে থেকে তার অপরাধ জগতের কার্যক্রম চালিয়ে যান। মোবাইল ফোন ব্যবহার করে তিনি বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখতেন এবং মামলার সাক্ষীদের হুমকি দিতেন। তার বিরুদ্ধে মোট ২২টি মামলা হয়েছে, যার মধ্যে ৯টি ছিল হত্যা মামলা। ২০০৪ সালে মামুন হত্যার বিচারে সুইডেন আসলাম খালাস পেয়ে যান, তবে তার অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য কারাগারে থেকে যান।
এর ২৭ বছর পর, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর, ৬২ বছর বয়সী সুইডেন আসলাম কারাগার থেকে মুক্তি পান। যুবলীগ নেতা গালিব হত্যার মামলায় আটকে থাকার পর, সম্প্রতি সরকার পরিবর্তনের পর তিনি জামিন লাভ করেন এবং মুক্তি পান।