সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। (সংগৃহীত ফাইল ছবি)
বরিশাল নগরীর কালিবাড়ী রোডস্থ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বাসা থেকে সোমবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে আগুনে পোড়া তিনজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।আগুনে নিহতরা হলেন- নগরীর নাজির মহল্লা এলাকার বাসিন্দা কাঞ্চন ফরাজির ছেলে নুর ইসলাম নুরু (৪৫), শীতলা খোলা এলাকার প্রশান্ত (৩৪) ও বাকেরগঞ্জ চরামদ্দির মঈণ জমাদ্দার (৪৫)।
সোমবার রাত ৯টায় বিষযটি নিশ্চিত করেছেন বরিশাল সদর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রবিউল আল আমিন।
তিনি জানান, দ্বিতল ভবনের সিঁড়ির ওপর থেকে তিনটি লাশ উদ্ধার করা হয়েছে।এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা গণ আন্দোলনের চাপে সোমবার প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের খবরে নগরীতে বিজয় উল্লাসের মিছিল বের হয়। এ সময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়।
প্রতিহিংসা কখনোই কাম্য নয়