উত্তাল জনপদ দূর্নীতি আর চাঁদাবাজী শীর্ষে সায়েদাবাদ বাসটার্মিনাল।বলাকা সার্ভিস রাস্তার পাশে সাইড,দফায় দফায় জনসভা সংঘর্ষের আতংকিত সায়েদাবাদ বাসটার্মিনাল।যাত্রীরা যাত্রী সেবা না পেয়ে বিকল্পে গুনছে বারতি অর্থ বাড়ছে জনদূর্ভোগ। মালিক শ্রমিক নির্যাতিত আলোচিত-সমালোচিত চাঁদাবাজ পেটকা বাবুল গ্যাং সরোজমিনে তথ্য সংগ্রহ করে চিন্হিত চাঁদাবাজ সন্ত্রাসী গডফাদার পেটকা বাবুল গং দের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন।কে এই পেটকা বাবুল। শ্রমিক বিদ্রোহ চলছে সমধানে শ্রমিকের খোরাকীর টাকা আত্মসাৎ কারী চাঁদাবাজ সন্ত্রাসী বাহিনী গডফাদার পেটকা বাবুল গং দের গ্রেফতারের দাবী।প্রতিবেদন টি প্রকাশ করার আগ মূহুর্তে জানাযায় সারাদিন ড্রাইভার গাড়ী চালিয়ে অনাহার দেওয়া হইনি খোরাকীর টাকা আর মালিকরা পাইনি গাড়ীর জমা।মালিক শ্রমিক জিম্মি করে চাঁদা তুলে সিন্ডিকেট তৈরী করে পেটকা বাবুল চলছে আলিসান লেটেস্ট মডেলের কালো রং এর দামী নোহা গাড়ি আর সেই গাড়ীতে চড়ে এসে ছিল পেটকা বাবুল চাদাঁবাজ সন্ত্রাসী গডফাদার আশা দিয়েগেছে টাকা দেওয়া হবে তবে সময় লাগবে।
৯ই ফেব্রুয়ারী ২০২৫ ইং দেশের পরিবহন পরিচালনা নিয়ম অনুযায়ী সকল পরিবহন ঠিকঠাক চলছিল।আলোচিত-সমালোচিত ব্যাক্তিদের শ্রমিকের খোরাকীর টাকা আত্মসাৎ করাতে শুরু হয়ছে শ্রমিক বিদ্রোহ। পরিবহন পরিচালনা কমিটিতে থাকা আক্তারুজ্জামান বাবুল ও মোয়াজ্জেম হোসেন সরদার রাজনৈতিক নেতাদের নাম ভাংঙ্গিয়ে চাঁদাবাজী সহ নানান অপকর্মের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে কোটি টাকা। রাজনৈতিক নেতাদের মতামত অভিযুক্ত ব্যাক্তিদের বিরুদ্ধে অতি শীগ্রই আইনগত প্রশাসনিক ব্যাবস্হা নেওয়া হবে,এবং সকল অর্থনৈতিক হিসাব নিকাশ নেওয়া হবে কোন ছাড় দেওয়া হবেনা।
দুপুরের পর শুরু হয় শ্রমিক বিদ্রোহ দফায় দফায় মালিক শ্রমিক সভা।দাবী অদক্ষ কমিটি গঠন বাতিল সহ প্রমাণ সাপেক্ষে দোষী ব্যক্তিদের সর্বোচ্চ আইনে বিচার সহ গ্রেফতারের দাবি।
প্রশ্ন কাদের ছত্রছায়ায় এসকল চাঁদাবাজ সন্ত্রাসী গডফাদার পেটকা বাবুল ও মোয়াজ্জেম হোসেন সরদার।
সায়েদাবাদ বাসটার্মিনাল চাঁদাবাজ সন্ত্রাসী কর্মকাণ্ডের বেপরোয়া হওয়ায় এ পযন্ত দেশের শীর্ষ মিডিয়া গুলিতে প্রকাশিত করছে-শিরোনাম এই সায়েদাবাদ বাসটার্মিনাল চাঁদাবাজী নিয়ে প্রতিবেদন -দৈনিক ইত্তেফাক /দৈনিক রুপবানী/ দৈনিক যুগান্তর /চ্যানেল টুএন্টি ফোর/৭১টেলিভিশন সহ বিভিন্ন মিডিয়া।সরোজমিনে প্রশাসনের সকল দপ্তর সহ সাধারণ বাসটার্মিনালে সবার নজরে আসে চাাঁদাবাজ পেটকা বাবুল ও সরদার গ্যাং পরিবহন পরিচালনার নামে টাকা আত্মসাত করছে এমনটা দেখা মেলে।