কমলনগরের চরলরেন্স ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. নুরুল করিম দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এক লিখিতপত্রে তিনি এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছাপত্রে তিনি উল্লেখ করে বলেন, আসসালামু আলাইকুম.. বছর ঘুরে আবার আমাদের মাঝে আসছে পবিত্র ঈদুল আজহা (কোরবানীর ঈদ)। কোরবানীর অর্থ ত্যাগ। মুসলমানের দ্বীতিয় এ বৃহদ ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে ক্ষুদ্রতা, নিচতা , অহংকার স্বার্থপরতা ত্যাগের মাধ্যমে কোরবানীর ঈদ সার্থক হয়ে ওঠে। ত্যাগের মহিমায় উজ্জিবিত হয়ে আমরা মানব কল্যাণে নিজেদের নিয়োজিত করি। সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নেই বিশ^বাসী সকল মুসলমান। তিনি সকলের উদ্দেশ্য করে আরও বলেন, সবাই ভালো থাকুন ,নিরাপদ থাকুন সুস্থ্য থাকুন। ঈদ মোবারক…।
উল্লেখ; মো. নুরুল করিম একাদারে একজন ব্যংকার,ব্যবসায়ী ও রাজনীতিবিদ। কর্মজীবনে তিনি নিজে প্রায় এক যুগ সৌদি আরবে কর্মরত ছিলেন। দেশে এসে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে তোলাসহ সামাজিক কর্মকান্ডের সাথে নিজেকে নিয়োজিত করেছেন। বর্তমানে সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত হয়ে মানবকল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়ার উদ্দেশ্যেই তিনি চরলরেন্স ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে প্রার্থী হবেন বলে জানিয়েছেন। পরিবারে মা, সাত ভাই তিন বোন রয়েছে তার । ভাইদের মধ্যে তিনি তৃতীয়।