মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া আসামিদের মৃত্যুদণ্ড (ডেথ রেফারেন্স) উচ্চ আদালতেও বহাল থাকবে বলে আশা প্রকাশ করেছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন।একই সঙ্গে রায় ঘোষণার ১ সপ্তাহের মধ্যে তা কার্যকর করার দাবি জানিয়েছে তারা।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।