কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় ইয়াবাসহ বাবুল (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।
শনিবার (২০ জুলাই) দিবাগত রাতে উপজেলার সরসপুর ইউনিয়নের ভাউপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। সোমবার (২১ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটক বাবুল উপজেলার ভাউপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে। এলাকায় তিনি ‘পাশা বাবুল’ নামে পরিচিত।
জানা যায়, শনিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে সরসপুর ইউনিয়নের ভাউপুর আল-আমিন একাডেমির সামনে থেকে বাবুলকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০৪ পিস ইয়াবা, দুটি মোবাইল ফোন ও নগদ ২৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, আটক বাবুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাকে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।