1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
ভেদরগঞ্জ, শরীয়তপুর ছাত্রলীগ কর্মী গ্রেফতার-১; | Daily Halchal Somoy
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দামি ঘড়ি-আইপ্যাড দেখে লোভ হয়েছিল ‘প্রলোভন’ জয়ের গল্প লিখলেন জ্বালানি উপদেষ্টা যাত্রাবাড়ী রাজনৈতিক হালচাল-সাফকথা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা বেড়ে দ্বিগুণ নির্বাচন বৈধ না হলে তা আয়োজনের কোনো অর্থ নেই: ড. ইউনূস নির্বাচনে অংশ নিচ্ছেন কিনা, মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থাকে স্পষ্ট করলেন ড. ইউনূস শেখ মুজিবের ৫০তম মৃত্যুবার্ষিকীতে শোক জানিয়ে শোবিজ তারকাদের পোস্ট শিল্প খাতে মন্দা কাটছে না গাজীপুরে এক বছরে ১০৬ কারখানা বন্ধ, ‘অপরাধে ঝুঁকছেন’ বেকার শ্রমিকেরা ভারতে ৩ মাসে ২০০ মানুষের ধ’র্ষ’ণের শিকার বাংলাদেশি কিশোরি বাংলাদেশের পোশাক রপ্তানি চ্যালেঞ্জের মুখে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন

ভেদরগঞ্জ, শরীয়তপুর ছাত্রলীগ কর্মী গ্রেফতার-১;

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৭০ Time View

৫ই আগষ্টের পর দেশের শীর্ষ সন্ত্রাসী গুলোর আতংকের নাম ছাত্রলীগ!

সকল কর্মকাণ্ডের সাথে জরিত সকল নাশকতা দেশে যখন বেপরোয়া তখন নাশকতার আতংক ঠেকাতে ছাত্রলীগ! সংগঠন কে নিষিদ্ধ করা হয়।

বর্তমান সময়ের আলোচিত ডঃইউনুস সরকার পরিচালিত প্রশাসন যখন দেশকে সুশৃঙ্খলভাবে সমাজ গঠন করতে ব্যাস্ত তখন নিষিদ্ধ দলের অঙ্গসংগন গুলি নাশকতামূলক কর্মকাণ্ড করতে বহল তবিয়াতে চলমান নানান  প্রক্রিয়া মাধ্যমে সৃষ্টি করেছে আতংকিত সমাজ।

পুলিশ প্রশাসনের কর্মকর্তারা জীবনের ঝুঁকি নিয়ে অপরাধীদের ধরে আদালত পর্যন্ত পাঠালেও আইনের ফাঁক দিয়ে অল্প সময়ে আবার বাহিরে।

একজন কর্মকর্তা আদালতের কাছে আসামির বিরুদ্ধেপ্রতিবেদন  পাঠান তা নথিবদ্ধ করা হলো।

 

বরাবর,

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট

আমলী আদালত ভেদরগঞ্জ, শরীয়তপুর।

মাধ্যমঃ যথাযথ কর্তৃপক্ষ।

বিষয়ঃ আসামীকে কোর্টে প্রেরণ প্রসঙ্গে।

সূত্রঃ শরীয়তপুর এর ভেদরগঞ্জ থানার, এফআই আর নং-১, তারিখ- ০২ ফেব্রুয়ারি, ২০২৫; জি আর নং-০৯. তারিখ ০২ ফেব্রুয়ারি, ২০২৫; ধারা: ১৪৩/১২৪(ক)/১০৯/৩৪ পেনাল কোড ১৮৬০:

জনাব,

যথাবিহীত সমান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, সূত্রে বর্ণিত মামলার তদন্তে প্রাপ্ত আসামী ১. মোঃ রাসেল আহম্মেদ বেপারী(২৮), পিতা- সালাউদ্দিন বেপারী, মাতা- রানু বেগম, সাং- কোড়ালতলী, ০৯ নং ওয়ার্ড, রামভদ্রপুর ইউনিয়ন, থানা-ভেদরগঞ্জ, জেলা-শরীয়তপুর (মোবাইলঃ ০১৭৫৫-৭৯৯৪৩৬)’কে অদ্য ২৪/০৪/২০২৫ তারিখ বেলা ০৭.১০ ঘটিকার সময় কোড়ালতলী, ০৯ নং ওয়ার্ডের বিবাদীর বাড়ী হইতে গ্রেফতার পূর্বক প্রয়োজনীয় পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ পূর্বক এই প্রতিবেদন দাখিল করতেছি যে, বাদী ভেদরগঞ্জ থানার জিডি নং-০৭, তারিখ-০১/০২/২০২৫ ইং মূলে সঙ্গীয় ফোর্স সহ কিলো ৪ ডিউটি করা কালীন বেলা ১৪.৩০ ঘটিকার সময় ভেদরগঞ্জ থানাধীন তিরিঙ্গির মোড় অবস্থান করে। লোকজনের মাধ্যমে জানতে পারেন যে, ভেদরগঞ্জ বাজার হাসপাতাল রোডস্থ মাসুদ স্টোর মুদি দোকানের সামনে পশ্চিমে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছত্র ছায়ায় কতিপয় লোকজন বাংলাদেশ আওয়ামীলীগের লগো ব্যবহার করিয়া সরকারের বিরুদ্ধে উস্কানি মূলক ও রাষ্ট্র রিরোধী লিফলেট এলাকার জন সাধারনের মাঝে বিতরণ করিতেছে। লিফলেট বিতরণের বিষয়টি ভেদরগঞ্জ বাজারের লোকজন ভেদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহোদয়কে মোবাইল ফোনের মাধ্যমে অবহিত করেন। অফিসার ইনচার্জ মহোদয়ের নির্দেশক্রমে ভেদরগঞ্জ থানাধীন ভেদরগঞ্জ বাজারের হাসপাতাল রোডস্থ মাসুদ স্টোর মুদি দোকানের সামনে পশ্চিমে পাকা রাস্তার উপর উপস্থিত হইলে জানতে পারেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৫/২০ জন নেতাকর্মী তাদের সংগঠনের লগোসহ উসকানিমূলক ও রাষ্ট্রবিরোধী বার্তাসংবলিত পোস্টার জনসাধারণের মাঝে বিতরণ করিতেছে। এই প্রচারণার মাধ্যমে তারা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করা, আইনশৃঙ্খলার অবনতি ঘটানো এবং জনগণের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। উক্ত ঘটনায় স্থানীয় বিএনপির লোকজন আসামী ১। মোঃ শাহাদাৎ হোসেন (২২), পিতা- মোঃ ফারুক গোলজার, মাতা-রেনু বেগম, সাং- দাসের চর (দেওয়ান কাব্দী), পোস্ট, দক্ষিণ চরকুমারিয়া, থানা- সখিপুর, জেলা- শরীয়তপুর ২। ফাতেমা জাহান মিতা (১৯), পিতা- কাঞ্চন ঢালী, মাতা- কাকলী, সাং- চরচান্দ্য ঢালী কান্দী, পোস্ট- চড়বয়রা, থানা- সখিপুর, জেলা- শরীয়তপুরগনকে আটক করে বর্তমানে তাহার জেল হাজতে আছে। এজাহার নামিয় আসামীগনকে জিজ্ঞাসাবাদ করিলে আওয়ামীলীগ নেতা টুলার মান্নান এর নির্দেশে উক্ত লিফলেট বিতরণ করিতেছে বলিয়া জানায়। বর্নিত আসামী সহ ১. মোঃ রাসেল আহম্মেদ বেপারী (২৮), পিতা- সালাউদ্দিন বেপারী, মাতা- রানু বেগম, সাং- কোড়ালতলী, ০৯ নং ওয়ার্ড, রামভদ্রপুর ইউনিয়ন, থানা-ভেদরগঞ্জ, জেলা-শরীয়তপুর, তিনি একজন ছাত্রলীগ কর্মী রামভদ্রপুর ইউনিয়ন শাখার, তদন্তে প্রাপ্ত আসামী সরকার বিরোধী লিফলেট বিতরন করিয়া সরকারের ভাবমূর্তী নষ্ট সহ আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি, রাজনৈতিক অস্থিতিশীলতা করিতেছে মর্মে প্রাথমিক তদন্তে জানা যাইতেছে। তদন্ত অব্যাহত আছে।

অতএব মামলার তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত আসামীকে জেল হাজতে আটক রাখিতে মর্জি হয়। আসামী জামিনের সর্বপ্রকার আপত্তি করিতেছি।

অগ্রগামী করা হইলে।

অফিসার ইনচার্জ

ভেদরগঞ্জ থানা, শরীয়তপুর।

বিনীত

2810812 (জাহিদ ইসলাম)

বিপি-৭৫৯৬১২৫৭২৮ সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র)) ভেদরগঞ্জ থানা, শরীয়তপুর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD