কলকাতা—–নির্ধারিত সময়ে ভোট হলে আগামী বছর এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার এখনও বাকি এক বছরের বেশি। কিন্তু তৃণমূল বিধায়কদের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতা নিয়ে ফের তাঁরাই বাংলার ক্ষমতায় ফিরবেন। সেই সঙ্গে তৃণমূলের সর্বময় নেত্রী তথা রাজ্যের তিন বারের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে, বাংলায় তৃণমূল একাই লড়বে। কারও সাহায্য তাদের প্রয়োজন নেই।বিধানসভায় তৃণমূল পরিষদীয় দলের সঙ্গে সোমবার বৈঠক করেন মমতা। সূত্রের খবর, সেখানেই তিনি জানিয়ে দিয়েছেন, ২০২৬ সালের ভোটে তৃণমূলই দুই-তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় ফিরবে। তৃণমূল সূত্রে এ-ও খবর যে, প্রত্যয়ের সঙ্গেই মমতা বিধায়কদের চতুর্থ বার সরকার গঠনের কথা বলেছেন। লোকসভা ভোটের পর থেকেই তৃণমূলের একাধিক নেতা বলতে শুরু করেছিলেন, ২০২৬ সালে বাংলায় ২৫০-র বেশি আসন নিয়ে চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা। কিন্তু সেই কথা ছিল মুখপাত্রদের স্তরেই। সোমবার মমতা নিজেই সেই কথা বললেন পরিষদীয় দলের বৈঠকে।
গত কয়েক মাসে প্রশাসন ও সংগঠনে মমতার ভূমিকায় স্পষ্ট যে, তিনি বিধানসভা ভোটের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি শুরু করে দিয়েছেন। সোমবারের বৈঠকে বিধায়কদের সে দিকে লক্ষ্য রেখেই করণীয় বিষয়ে আলোকপাত করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী।