রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় দুধ দিয়ে গোসল করেছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিমের আপন চাচাতো ভাই এহসানুল হাকিম সাধন। গোসলের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
বুধবার (২২ মে) সকালে উপজেলার নবাবপুর ইউনিয়নের কুরশী গ্রামের নিজ বাড়িতে তার মাকে পাশে বসিয়ে সমর্থকরা তাকে দুধ দিয়ে গোসল করান।
চেয়ারম্যান পদে বিজয়ী হওয়ায় রেলমন্ত্রীর ভাইকে দুধ দিয়ে গোসল
মোটরসাইকেল প্রতীকে বালিযাকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. এহসানুল হাকিম সাধন ৪২ হাজার ৬৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ আনারস প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ৬৮০ ভোট।নবনির্বাচিত চেয়ারম্যান এহসানুল হাকিম সাধনের সঙ্গে যোগাযোগ করা হলে মোবাইল ফোনে তিনি জানান, এলাকাবাসীর স্বপ্ন ছিল আমাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করবে। তাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে। এজন্য এলাকার লোকজন সকালে ১০ থেকে ১৫ লিটার দুধ নিয়ে এসে আমাকে গোসল করায়। এলাকাবাসীর কাছেও আমি দোয়া চেয়েছি, আমি যেন তাদের প্রত্যাশা পূরণ করতে পারি।