জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
নতুন বাংলাদেশ আরও উন্নত ও সমৃদ্ধশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বাড়ানোর জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
বুধবার (২৬ মার্চ) সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, ‘২৬ মার্চ দেশের অন্যতম শ্রেষ্ঠ দিন। মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগের কারণেই আমরা আজ স্বাধীন বাংলাদেশ পেয়েছি। জাতি আজ তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছে।’
ড. সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এটি বিশেষ এক দিন। তাই স্বাধীনতা দিবস (২৬ মার্চ) এবং ৫ আগস্ট—উভয় দিনই দেশের জন্য গুরুত্বপূর্ণ। এই দিনগুলো সর্বদা যথাযথ মর্যাদায় পালন করা উচিত।’
অর্থ উপদেষ্টা জানান, নতুন বাংলাদেশকে আরও উন্নত, সুখী ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘বিশ্বের কাছে বাংলাদেশের মর্যাদা আরও বাড়াতে হলে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’