বাংলাদেশে পাচার হতে থাকা চুরি হওয়া মোবাইল ফোনের একটি আন্তর্জাতিক চক্র দিল্লি পুলিশের অভিযানে ধরা পড়েছে। পুলিশ জানায়, দিল্লির মেট্রো স্টেশন, গণপরিবহন এবং ব্যস্ত বাজার থেকে মোবাইল ফোন চুরি করে দ্রুত শহরের বাইরে পাঠানো হতো, যাতে কোনো প্রমাণ না থাকে। এরপর এগুলো বাংলাদেশে পাচার করা হতো।
রোববার (৯ মার্চ) দিল্লি পুলিশের অপরাধ বিভাগ পশ্চিমবঙ্গের অভিযানে এক চোরাকারবারি কাছ থেকে প্রায় ২০ লাখ রুপি মূল্যের ৪৮টি দামি মোবাইল ফোন উদ্ধার করে। এছাড়া উত্তর দিল্লির কোটওয়ালির সালিমগড় বাইপাস এলাকায় চুরি করার সময় আবদুশ (২৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
অপরাধ দমন শাখার ডেপুটি কমিশনার আদিত্য গৌতম বলেন, চুরি হওয়া মোবাইল ফোনগুলি দ্রুত দিল্লি- এনসিআর এলাকা থেকে সরিয়ে নেওয়া হতো, যাতে পুলিশ সহজে খুঁজে না পায়। এরপর এগুলো কম দামে চোরাকারবারিদের কাছে বিক্রি করা হতো, যারা সেগুলো পশ্চিমবঙ্গে পাঠাত। সেখান থেকে মোবাইলগুলোর কিছু কিছু মেরামত করা হতো এবং পরে সেগুলো বাংলাদেশে পাচার করা হতো, যেখানে এগুলো অবৈধভাবে ৮,০০০-১০,০০০ রুপি দামে বিক্রি হতো।