নবী উল্লাহ নবী। ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে ঢাকা-৫ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব প্রার্থীর নাম ঘোষণা করেন।
ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকার বেশ কয়েকটি আসনে প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে। তবে কিছু আসন এখনো খালি রাখা হয়েছে।
ঢাকা-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক; ঢাকা-২ আসনে আমানউল্লাহ আমান; ঢাকা-৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়; ঢাকা-৪ আসনে তানভীর আহমেদ রবিন; ঢাকা-৫ আসনে নবী উল্লাহ নবী এবং ঢাকা-৬ আসনে ইশরাক হোসেন মনোনয়ন পেয়েছেন। ঢাকা-৭, ঢাকা-৯ ও ঢাকা-১০ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি।
এ ছাড়া ঢাকা-১১ আসনে এম এ কাইয়ুম, ঢাকা-১২ আসনে সাইফুল আলম নীরব, ঢাকা-১৪ আসনে সানজিদা তুলি, ঢাকা-১৫ আসনে শফিকুল ইসলাম খান, ঢাকা-১৬ আসনে আমিনুল হক এবং ঢাকা-১৯ আসনে ডা. দেওয়ান মো. সালাউদ্দিন প্রার্থী হয়েছেন।
ঢাকা-১৩, ঢাকা-১৭, ঢাকা-১৮ ও ঢাকা-২০ আসনে এখনো প্রার্থী ঘোষণা করা বাকি রয়েছে।
https://shorturl.fm/TqPau
https://shorturl.fm/b1B8Y
https://shorturl.fm/6I0Dx
https://shorturl.fm/tGCvM
https://shorturl.fm/UMHgF
https://shorturl.fm/QF13L
https://shorturl.fm/OWR0A