কলকাতাঃ সাতসকালে কলকাতায় হাড়হিম কাণ্ড! মুণ্ডহীন দেহ গঙ্গায় ফেলতে হাতেনাতে ধরা পড়লেন দুই মহিলা। সকালে ঘটনাটি ঘটেছে কুমোরটুলি ঘাটের কাছে। স্থানীয়দের দাবি, আজ মঙ্গলবার সকালে ওই দুই মহিলা কুমোরটুলি ঘাটের কাছে একটি ট্রলি ব্যাগ গঙ্গায় ফেলার তোড়জোড়় করছিলেন। তাঁদের আচরণ বেশ অস্বাভাবিক মনে হচ্ছিল এলাকায় উপস্থিত অনেকের। এরপর বেশ কয়েকজন মিলে এগিয়ে যান মহিলাদের কাছে। ট্রলি ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় সকলের। ট্রলির ভিতরে ছিল একটি মুণ্ডহীন মহিলার দেহ। স্থানীয়দের তরফেই খবর দেওয়া হয় পুলিশকে।
পুলিশ ইতিমধ্যেই সন্দেহজনক দুই মহিলাকে আটক করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে ট্রলি ব্যাগটি। স্থানীয়দের দাবি, ওই দুই মহিলা খুন করে প্রমাণ লোপাটের জন্য দেহ গঙ্গায় ফেলে দিতে এসেছিল। পুলিশ গোটা ঘটনাটি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছে। এলাকায় ব্যাপক উত্তেজনা, এলাকা সাধারণ মানুষ ঘিরে রেখেছে। পুলিশ গাড়িতে তুললেও, গাড়ি যেতে দিচ্ছে না। তাঁদের দাবি, ওই দুই মহিলাকে তাদের হাতে তুলে দিতে হবে। নর্থ পোর্ট থানা অভিযুক্তদেরকে আটক করেছে। অভিযুক্ত এবং মৃতার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ