‘নয়া মানুষ’ সিনেমার দৃশ্যে মৌসুমী হামিদ। ছবি: সংগৃহীত
চরের মেহনতী মানুষের জীবন ও প্রকৃতির খেয়ালিপনার বিভিন্ন দিক নিয়ে নির্মাতা সোহেল রানা বয়াতি বানিয়েছেন তার প্রথম সিনেমা ‘নয়া মানুষ’। গত বছর শেষ হয়েছিল শুটিং। এবার প্রেক্ষাগৃহে মুক্তির জন্য চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেল সিনেমাটি। এ বছরই সিনেমাটি মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান নির্মাতা।
নয়া মানুষের ছাড়পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে নির্মাতা সোহেল রানা বয়াতি গণমাধ্যমকে বলেন, ‘বানভাসি মানুষের গল্পের মতোই নানা দুর্যোগ মোকাবিলা করে নয়া মানুষ গতকাল আনকাট সার্টিফিকেট পেয়েছে। দ্রুত সিনেমাটি দর্শকদের কাছে পৌঁছে দিতে চাই।’
‘নয়া মানুষ’ সিনেমার দৃশ্যে রওনক হাসান। ছবি: সংগৃহীত
আ মা ম হাসানুজ্জামানের ‘বেদনার বালুচরে’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে নয়া মানুষ। ২০২২ সালের অক্টোবরে সিনেমার চিত্রধারণ শুরু হয়। কিন্তু সুপার সাইক্লোন সিত্রাংয়ের তাণ্ডবে শুটিং সেট চরম ক্ষতিগ্রস্ত হয়, বন্ধ হয়ে যায় কাজ। ২০২৩ সালের ৬ এপ্রিল থেকে নতুন করে শুরু হয় সিনেমার কাজ, শেষ হয় ১২ এপ্রিল।
নয়া মানুষ সিনেমায় সুজলা চরিত্রে দেখা যাবে মৌসুমী হামিদকে। সিনেমাটি নিয়ে অভিনেত্রী বলেন, ‘চরের সুবিধাবঞ্চিত মানুষদের গল্প দেখা যাবে এ সিনেমায়। আমিও তাদেরই একজন। চরের মধ্যে অনেক কষ্ট করে শুটিং করেছি। চরেই থেকেছি। তবে একজন অভিনেত্রী হিসেবে কষ্টটা উপভোগ করেছি। আশা করছি, সিনেমাটি মুক্তি পেলে সবার ভালো লাগবে।’
‘নয়া মানুষ’ সিনেমার শুটিংয়ে নির্মাতার সঙ্গে রওনক হাসান ও মৌসুমী হামিদ। ছবি: সংগৃহীত
এদিকে ‘নয়া মানুষ’ ছাড়পত্র পাওয়ার খবরে ছবির অন্যতম অভিনেতা রওনক হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘সোহেল রানা বয়াতি, পাগলাটা ঘাত প্রতিঘাত পেরিয়ে একটি সিনেমা বানিয়েই ফেললো। সেটা আবার গতকাল সার্টিফিকেশন বোর্ড-এর ছাড়পত্রও পেয়ে গেলো! কী অদ্ভুত সময়গুলো! কানুদীর চর! চরের সকল মানুষগুলো!’
ছবি সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে নির্মাতার উদ্দেশে রওনক লিখেন, ‘বয়াতি আর একটু ধৈর্য ধরো! সিনেমাটা দ্রুত মুক্তি পাক! নয়া মানুষের গল্প মানুষ দেখুক! এতো কষ্ট… যন্ত্রণা… প্রতিক্ষার অবসান হোক।’
চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। ছবি: সংগৃহীত
এতে আরও অভিনয় করেছেন আশীষ খন্দকার, ঝুনা চৌধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার প্রমুখ।
জি-সিরিজের ব্যানারে নান্দনিক ফিল্মসের প্রযোজনায় সিনেমাটি এ বছরই মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। শিগগিরই আসবে আনুষ্ঠানিক ঘোষণা।