ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে ১৮৬ জনকে। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৯৫ হাজার ৭০ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) হালনাগাদ তথ্যে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১০৯ জন, ঢাকা বিভাগে ৪০ জন, ময়মনসিংহে ১০ জন, চট্টগ্রামে পাঁচজন, খুলনায় ১৭ জন, বরিশাল বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজন ভর্তি হয়েছেন।
ডিসেম্বরের প্রথম ছয় দিনে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজার ৬০১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ২৯ জনের। আর চলতি বছরের এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫১৭ জনের।