মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় রাজ্য কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু নির্দেশে ও সংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার এর সহযোগিতায় বারাসাত সংসদীয় জেলা কৃষক ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের তৃতীয় বর্ষ কৃষক সম্মেলন। ২২শে ফেব্রুয়ারি ২০২৫ সকাল 11 টা নাগাদ কোট্রা জিপি মধ্যে মানিকতলা মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
ওইদিনের সম্মেলন থেকে প্রত্যেক কৃষকদের হাতে মমতা ব্যানার্জি কৃষকদের জন্য কি কি প্রকল্প চালু করেছে হাবড়া কিষাণ সভাপতি জাকির হোসেন লিখিত পুস্তিকা তুলে দেওয়া হয় সঙ্গে
গামছা, নতুন বছরের একটি ক্যালেন্ডার তুলে দেওয়া হয়।
এই বিরাট সম্মেলনে উপস্থিত ছিলেন
প্রাক্তন কৃষি মন্ত্রী পূর্ণেন্দু বসু, তিনি বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে বলেন, ভারতে প্রতি মিনিটে 1 জন করে কৃষক আত্মহত্যা করে। কৃষক নিতীতে কেন্দ্র সরকার সম্পূর্ণ ব্যর্থ।
বিশিষ্ট সমাজসেবী নোবেল নমিনেটেড ডাক্তার বিশপ পিটার অলোক মূখার্জী বলেন,কৃষকরা যেখানেই ডাকুক আমি হাজিরা দেব।
সম্মেলনের সভাপতি মাফুজার রহমান বলেন, কৃষকদের চরম মেহনতে আমাদের খাবারের প্লেট সেজে ওঠে। তাই কৃষি ও কৃষক আমাদের মূল সম্পদ।
তবে সম্মেলনে বারাসাত সংসদীয় জেলার কিষাণ সেলের সহসভাপতি মুজাহিদ মুহাম্মদ ওয়ালিঊল্লাহের সাংগঠনিক দক্ষতা ছিল চোখে পড়ার মত।সমগ্র অনুষ্ঠানটি জেলা কিষাণ সেলের সম্পাদক সৌম্য সিংহ রায়ের সহায়তায় এক হাতে পরিচালনা করেন। মুজাহিদ সাহেব তাঁর বক্তব্যে তথ্য দিয়ে বলেন, 100 দিনের জব কার্ডের ব্যাপারে কেন্দ্র সরকার মিথ্যা দূর্নিতীর আপবাদে বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছে। তিনি কেন্দ্র সরকারের সমালোচনা করে বলেন,গত 10 বছরে ব্যাঙ্কগুলি 12 লাখ 30 হাজার কোটি লোন মূছে ফেলেছে অথচ কৃষকগণের কৃষি ঋণ মাফ হয় না। তারা ঋণের দায়ে আত্মহত্যা করছে।
তাঁর সাংগঠনিক প্রতিভা নিয়ে জিজ্ঞাসা করা হলে বলেন, ” আমার সাংগঠনিক দক্ষতার কৃতিত্ব আমার রাজনৈতিক গুরু মাফুজার রহমান সাহেবের।”
এছাড়া জেলা কিষাণ সেলের তরফে সম্পাদক মোস্তফা হোসেন,সহসভাপতি কাশেম আলি,সম্পাদক হাবিল মূন্সি ও অন্যরা ঊপস্হিত ছিলেন।
এছাড়া ন্যাশনাল লিডার মমতা দিদির পক্ষ থেকে দেবজিৎ চক্রবর্তী ন্যাশনাল ভাইস চেয়ারম্যান,সুদিপ্তা স্বর ন্যাশনাল চেয়ারপারসন ওঅন্যান্যরা ঊপস্হিত ছিলেন।
সম্মেলনে মধ্যাহ্নভোজের ব্যবস্হা ছিল। প্রায় 2000 ঊপস্হিত ব্যক্তি জন্য
Excellent