ছবির এই ছেলে এখন ইন্ডাস্ট্রির সুপারস্টার অভিনেতা
বর্তমান সময়ে প্রায়ই সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে তারকাদের বিভিন্ন জীবন সংগ্রামের গল্প দেখা যায়। সাধারণত দর্শকরা তাদের প্রিয় তারকার ছোটবেলায় বেড়ে উঠা, কোন প্রতিষ্ঠানে পড়ালেখা করেছেন, প্রেম-ভালোবাসা এবং পর্দায় সাফল্যের গল্প নিয়ে বিভিন্ন প্রশ্ন রাখেন। তারকারাও তাদের ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের এসব ব্যাপারে সময়-সুযোগ অনুযায়ী জবাব দিয়ে থাকেন।
এদিকে খুব কম সংখ্যক তারকারই তাদের জীবনের সংগ্রামের গল্প বলতে দেখা যায়। এবার এক তারকার গল্প তুলে ধরা হয়েছে, যিনি রেল স্টেশনের কুলি কিংবা বাসের কন্ডাক্টর হিসেবে কাজ করেছেন। আর সেখান থেকেই হয়েছেন একজন বিখ্যাত তারকা অভিনেতা।
হ্যাঁ, ছবির এই ছেলেটিই সেই তারকা।
এ ছেলেটি একসময় দিনমজুর ছিলেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শিশুটি দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন। প্রথমে কাঠমিস্ত্রি হয়েছিলেন। পরে কুলি হিসেবেও কাজ করেছেন। ভাগ্যের নির্মম পরিহাসের কারণে এমন কঠিন জীবনযাপন করলেও তার ক্ষেত্রে ভাগ্য সহায় হয়ে উঠেছিল।
কাঠমিস্ত্রি ও কুলির কাজ করলেও পরবর্তীতে বাস কন্ডাক্টরের কাজ করেছেন তিনি। তবে এই কন্ডাক্টরি করেও সবার পছন্দের ব্যক্তি হয়ে উঠেছিলেন। জানা যায়, তার বাসে উঠার জন্য অনেকে অন্য বাস ছেড়ে দিতেন। ওই সময় কন্ডাক্টর হিসেবে বেতন পেতেন মাত্র ৭৫০ টাকা। আর ভাগ্য সহায় হওয়ায় কঠোর পরিশ্রমের কারণে সেই কষ্টের জীবন বেশিদিন ভোগ করতে হয়নি তাকে।
ছবির এই ছেলেকে কি চিনতে পেরেছেন আপনারা? হ্যাঁ, তিনি দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত। বর্তমানে তিনি সিনেমা প্রতি পারিশ্রমিক নেন ২৮০ কোটি টাকা। মূলত অভিনয় ও অসাধারণ স্টাইল দিয়েই ভক্তহৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।
এ অভিনেতা তামিল, তেলেগু, কন্নড়, হিন্দি ও ইংরেজি সিনেমায় অভিনয় করেছেন। তার সিনেমা দেখার জন্য বছরজুড়ে মুখিয়ে থাকেন দর্শকরা। অথচ এমন তাবড় অভিনেতা হওয়ার আগে বাস কন্ডাক্টর হিসেবে কাজ করতেন রজনীকান্ত।
তারপর থিয়েটার ও নাটকে কাজ শুরু করেন। মাদরাজ ফিল্ম ইনস্টিটিউটের একটি বিজ্ঞাপন দেখেন এবং সেখানে নিজ থেকেই ভর্তি হন। কিন্তু তাকে কখনো তার মা-বাবা এই কাজে সহায়তা করেননি। এ জন্য বন্ধুর কাছ থেকে আর্থিক সহায়তা নেন। পরবর্তীতে তামিল পরিচালক বালাচন্দর তাকে
অভিনয় করতে দেখেন।
১৯৭৫ সালে অপূরর্ব রাগাঙ্গাল সিনেমার মাধ্যমে সিনেমায় অভিষেক করেন রজনীকান্ত। এতে একটি ছোট চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাকে। ছোট চরিত্রে অভিনয় করলেও তাতেই দর্শকরা মুগ্ধ হয়। তারপর অনেক সিনেমায় ছোট ছোট চরিত্রে অভিনয় করেন। ১৯৭৬ সালে মুন্ড্রু মুদিচু সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন।
বলিউডে ‘২.০’, ‘অন্ধ কানুন’, ‘বেওয়াফাই’, ‘হাম’, ‘জিৎ হামারি’, ‘জন জানি জনার্ধন’র মতো সিনেমায় অভিনয় করেছেন রজনীকান্ত। তার শেষ ব্লকবাস্টার সিনেমা ‘জেইলর’; যা ২০২৩ সালে মুক্তি পায়।