1. admin@orieldigital.pw : rahad :
  2. Jhrepons@gmail.com : halchal :
ইতিহাসে এই দিনে, ‘ স্বাধীনতা লাভ করে যুক্তরাষ্ট্র’ | Daily Halchal Somoy
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দামি ঘড়ি-আইপ্যাড দেখে লোভ হয়েছিল ‘প্রলোভন’ জয়ের গল্প লিখলেন জ্বালানি উপদেষ্টা যাত্রাবাড়ী রাজনৈতিক হালচাল-সাফকথা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা বেড়ে দ্বিগুণ নির্বাচন বৈধ না হলে তা আয়োজনের কোনো অর্থ নেই: ড. ইউনূস নির্বাচনে অংশ নিচ্ছেন কিনা, মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থাকে স্পষ্ট করলেন ড. ইউনূস শেখ মুজিবের ৫০তম মৃত্যুবার্ষিকীতে শোক জানিয়ে শোবিজ তারকাদের পোস্ট শিল্প খাতে মন্দা কাটছে না গাজীপুরে এক বছরে ১০৬ কারখানা বন্ধ, ‘অপরাধে ঝুঁকছেন’ বেকার শ্রমিকেরা ভারতে ৩ মাসে ২০০ মানুষের ধ’র্ষ’ণের শিকার বাংলাদেশি কিশোরি বাংলাদেশের পোশাক রপ্তানি চ্যালেঞ্জের মুখে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন

ইতিহাসে এই দিনে, ‘ স্বাধীনতা লাভ করে যুক্তরাষ্ট্র’

Reporter Name
  • Update Time : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৪ Time View

Strant) স্ট্রিটের মাঝামাঝি স্থানের ওয়েস্ট মিনিস্টারে অবস্থিত বিবিসি’র সদর দফতর “বুশ হাউস” ভবনটি প্রায় ১৩ বছরের নির্মাণকাল শেষে লর্ড ব্যালফারের নেতৃত্বে উন্মোচন করা হয়।

১৯৪২ – ফিলিপাইন স্বাধীনতা ঘোষণা করে।

১৯৪৩ – কুর্স্কের যুদ্ধ শুরু হয়।

১৯৪৬ – যুক্তরাষ্ট্র ফিলিপাইনের স্বাধীনতা ফিরিয়ে দিতে বাধ্য হয়।

১৯৪৭ – ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স এ্যাক্ট খসড়া আকারে ব্রিটিশ কমন্স সভায় উত্থাপিত হয়।

১৯৫১ – চেকোস্লাভাকিয়ার আদালত আমেরিকান সাংবাদিক উইলিয়াম এন ওয়াতিসকে ১০ বছরের সাজা দেন।

১৯৭১ – দণি আফ্রিকার টেস্ট ক্রিকেটার জো কক্স মৃত্যুবরণ করেন। ক্যারিয়ারের তিন টেস্টে ৪ উইকেট নেন এই বোলিং অলরাউন্ডার।

১৯৭২ – দুই কোরিয়া পুনরায় একত্রী করণের লক্ষ্যে প্রথমবারের মত সরকারি ভাবে যৌথ ঘোষণা দেওয়া হয়।

১৯৭৮ – ল্যাটিন আমেরিকান ৮টি দেশের আমাজান নদীসংক্রান্ত চুক্তি স্বাক্ষর।

১৯৮২ – ইরানের চারজন কূটনীতিককে লেবাননের মিলিশিয়ারা অপহরণ করেছিল।

১৯৮৭ – প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেট নেয়ার কৃত্বিত অর্জন করেন কিংবদন্তি অলরাউন্ডার ইমরান খান।

১৯৮৭ – চীনের তেং সিয়াও পিং বাংলাদেশের তত্কালীন প্রেসিডেন্ট এরশাদের সঙ্গে সাক্ষাত করার সময় দুটি মৌলিক তত্ত্ব উত্থাপন করেন ।

২০০১ – মাওয়ায় পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০১১ – থাইল্যান্ডের ইতিহাসে ২৬তম ৫০০ আসনের সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

জন্ম:

১৮৭২ – মার্কিন যুক্তরাষ্ট্রের ৩০তম রাষ্ট্রপতি ক্যালভিন কুলিজ।

১৯০৪ – নোবেলজয়ী পোলিশ-আমেরিকান সাহিত্যিক আইজাক সিঙ্গার।

১৯১০ – অভিনেত্রী গ্লোরিয়া স্টুয়ার্ট।

১৯১৮ – ইংল্যান্ডের মিডিয়াম পেসার অ্যালেক বেডসার। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ে ইংলিশ পেস বোলিং অ্যাটাকের নেতৃত্ব দেন তিনি।

১৯২৬ – আর্জেন্টিনীয় ফুটবলার আলফ্রেডো ডি স্টিফানো।

১৯৪৬ – যুদ্ধ বিরোধী আন্দোলনের অন্যতম জোরালো কণ্ঠস্বর, সাবেক মার্কিন মেরিন সেনা রোন্যাল্ড লরেন্স কভিচ(রন কভিচ)।

মৃত্যু:

৯৮৭ – জুমা’র নামাজের প্রচলিত খুতবা প্রণেতা ইবনে নাবাতা আল খাতীব।

১৮২৬ – মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় রাষ্ট্রপতি জন এডামস Quincy, Massachusetts।

১৮২৬ – মার্কিন রাজনীতিবিদ , দার্শনিক ও মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় রাষ্ট্রপতি টমাস জেফারসন।

১৮৩১ – জেমস মনরো, মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম রাষ্ট্রপতি।

১৮৪৮ – ফরাসি কবি ও লেখক ফ্রান্সোয়া শাতুব্রায়ান।

১৯০১ – জার্মান ভাষাবিজ্ঞানী ইয়োহানেস শ্মি‌ট‌।

১৯০২ – স্বামী বিবেকানন্দ (নরেন্দ্রনাথ দত্ত)।

১৯০৭ – ‘হিতবাদী’ সম্পাদক কালী প্রসন্ন বন্দ্যোপাধ্যায়।

১৯৩৪ – পদার্থবিজ্ঞানে [১৯০৩] ও রসায়নে [১৯১১] নোবেলজয়ী বিজ্ঞানী মাদাম মারি কুরি।

১৯৩৪ – হিব্রু কবি হাইইম বিয়ালিক।

১৯৪১ – নাৎসি জার্মান বাহিনী পোলিশ বিজ্ঞানী ও লেখকদের হত্যা করে।

১৯৭৪ – জেরুজালেমের গ্র্যান্ড মুফতি আমিন আল হুসাইন।

দিবস:

মার্কিন যুক্তরাষ্ট্র এর স্বাধীনতা দিবস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized BY WooHostBD