দেবচন্দ্রিমা সিংহ রায়। ছবি: সংগৃহীত
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় একের পর এক সিনেমা ও সিরিজে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। বাংলা ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডেও রয়েছে তার উপস্থিতি। তবে হঠাৎ করেই এক বড় সমস্যার মুখে পড়েছেন এই অভিনেত্রী। নিজ শহর কলকাতার বাসায় তিনি নিরাপদ বোধ করছেন না বলে জানিয়েছেন।সম্প্রতি এক ভিডিও বার্তায় দেবচন্দ্রিমা জানান, অরিন্দম নামের এক ব্যক্তি তাকে দীর্ঘদিন ধরে বিরক্ত করে আসছে। ইনস্টাগ্রামসহ সব সামাজিক মাধ্যম থেকে তাকে ব্লক করলেও কোনো লাভ হয়নি। ওই ব্যক্তি আচমকাই তার বাসার দরজায় এসে হাজির হয় এবং জোরপূর্বক ঢোকার চেষ্টা করে। শুধু তাই নয়, দেবচন্দ্রিমার স্টাইলিস্ট ও ডিজাইনারদেরও ফোন করে হুমকি দিচ্ছে সে। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, ঘটনার বিস্তারিত জানিয়ে ভিডিওতে দেবচন্দ্রিমা বলেন, আমি বাধ্য হয়ে এই ভিডিওটি করছি, কারণ আমি খুব ভয় পাচ্ছি। অরিন্দম নামে এক ব্যক্তি আমাকে দিনের পর দিন বিরক্ত করছে। আমি তাকে সব জায়গা থেকে ব্লক করেছি, কিন্তু সে বারবার নতুন নম্বর থেকে যোগাযোগের চেষ্টা করছে। আজ সে আমার বাড়ির দরজায় এসে জোর করে ঢোকার চেষ্টা করেছে। এত সাহস ওর কীভাবে হয়,
আমি বুঝতে পারছি না।
দেবচন্দ্রিমার ডিজাইনার ও মেকআপ আর্টিস্টদেরও টার্গেট করেছে ওই ব্যক্তি। অভিনেত্রী বলেন, আমার ডিজাইনার রুদ্রকে ফোন করে হুমকি দেয়া হচ্ছে।শুধু এখানেই শেষ নয়, দেবচন্দ্রিমার ডিজাইনার ও মেকআপ আর্টিস্টদেরও টার্গেট করেছে ওই ব্যক্তি। অভিনেত্রী বলেন, আমার ডিজাইনার রুদ্রকে ফোন করে হুমকি দেয়া হচ্ছে, নমিতাকে বারবার ফোন করে বিরক্ত করা হচ্ছে। আমরা সবাই আতঙ্কের মধ্যে আছি। ভাগ্যিস, আমার ব্যক্তিগত নম্বর তার কাছে নেই, নইলে কী হতো জানি না।পুলিশের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী দেবচন্দ্রিমা জানিয়েছেন, অরিন্দমের কাছে অন্তত ২০-২৫টি ভিন্ন নম্বর রয়েছে, যা দিয়ে সে বারবার যোগাযোগের চেষ্টা করছে। অভিনেত্রীর ভাষায়, আজ আমি বাধ্য হয়ে তার সঙ্গে কথা বলেছি, কল রেকর্ড করেছি। সে আমার ওপর চিৎকার করেছে, বাজে আচরণ করেছে। আমি কলকাতায় একা থাকি, তাই নিরাপত্তাহীনতায় ভুগছি। এরই মধ্যে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি।অভিনেত্রী আরও বলেন, সে হয়তো কারও সন্তান, কারও পরিবারের সদস্য। আমি চাই না কারও ক্ষতি হোক। তবে এরপর যদি আমার সঙ্গে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এর জন্য আমি দায়ী থাকব না।দেবচন্দ্রিমার এই ভিডিও প্রকাশ্যে আসার পর তার ভক্তরা বেশ উদ্বিগ্ন। অনেকেই তার নিরাপত্তা বাড়ানোর পরামর্শ দিয়েছেন এবং দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এখন দেখার বিষয়, পুলিশ এ বিষয়ে কী পদক্ষেপ নেয়।
শুধু এখানেই শেষ নয়, দেবচন্দ্রিমার ডিজাইনার ও মেকআপ আর্টিস্টদেরও টার্গেট করেছে ওই ব্যক্তি। অভিনেত্রী বলেন, আমার ডিজাইনার রুদ্রকে ফোন করে হুমকি দেয়া হচ্ছে, নমিতাকে বারবার ফোন করে বিরক্ত করা হচ্ছে। আমরা সবাই আতঙ্কের মধ্যে আছি। ভাগ্যিস, আমার ব্যক্তিগত নম্বর তার কাছে নেই, নইলে কী হতো জানি না।