আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য এবং টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক শেখ অলিদুর রহমান হীরা।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামাতো ভাই ও আওয়ামী লীগ নেতা শেখ অলিদুর রহমান হীরাকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার রাতে রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভাড়া বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম জানান।শেখ অলিদুর রহমান হীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো মামা শেখ আকরাম হোসেনের ছেলে। তিনি আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য এবং টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক।
র্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলায় প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন শেখ হীরা। তার বিরুদ্ধে ঢাকার একাধিক থানা, খুলনা ও গোপালগঞ্জে মামলা রয়েছে। তাকে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।উত্তরা পশ্চিম থানার ওসি আব্দুর রহিম বলেন, শেখ হীরাকে দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে।