রাতে মেয়ে সেজে পুরুষদের গাড়িতে উঠতেন তিনি, ১৮ মাসে ১১ খুন
Reporter Name
-
Update Time :
রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
-
২১৮
Time View
মেয়েলি স্বভাব নিয়ে বারবার অপমান ও উপহাসের শিকার হতে হয়েছিল। সেই অভিমান ও মানসিক যন্ত্রণায় অন্ধকার পথে পা বাড়ান পঞ্জাবের হোশিয়ারপুর জেলার রাম স্বরূপ ওরফে সোধি। পুলিশের দাবি, গত ১৮ মাসে ১১ জন পুরুষকে হত্যা করেছেন তিনি।৩৭ বছর বয়সি সোধি অভিনব কৌশলে খুন করতেন। রাতে মেয়েদের পোশাক পরে রাস্তায় দাঁড়িয়ে যাত্রীবেশে পুরুষদের গাড়িতে উঠতেন। কিছুক্ষণ পর তাদের ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র লুট করতেন। পরে শ্বাসরোধ করে বা ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করতেন।সোধির সর্বশেষ শিকার ছিলেন মনিন্দর সিংহ, যিনি সোধির মেয়েলি স্বভাব নিয়ে বিদ্রূপ করেছিলেন। এই অপমানের জেরেই মনিন্দরকে খুন করেন সোধি। তাঁর মরদেহ কিরতপুর সাহিব এলাকায় পাওয়া যায়, সঙ্গে ছিল একটি শীতের পোশাক। এই পোশাক থেকেই পুলিশের সন্দেহের তীর সোধির দিকে যায়।সোধির প্রথম খুনের ঘটনা ঘটে ১৮ মাস আগে, যখন একটি টোল প্লাজার কর্মীর মরদেহ উদ্ধার হয়। এরপর থেকে একই কায়দায় একাধিক খুনের ঘটনা ঘটতে থাকে। তবে সঠিক প্রমাণের অভাবে পুলিশ এতদিন পর্যন্ত অপরাধীকে ধরতে পারেনি।সোমবার (২৫ ডিসেম্বর) রূপনগর থানার পুলিশ সোধিকে আটক করে। জেরায় তিনি স্বীকার করেন, দীর্ঘদিন ধরে অপমান সইতে না পেরে একের পর এক হত্যার পরিকল্পনা করেন। তাঁর বক্তব্য, আমার স্বভাব নিয়ে সবাই হাসাহাসি করত। সেই কষ্ট আমাকে অপরাধের পথে নিয়ে গেছে।এই চাঞ্চল্যকর ঘটনা পঞ্জাবে আলোড়ন তুলেছে। পুলিশের বক্তব্য অনুযায়ী, সোধির মানসিক অবস্থা এবং তাঁর অপরাধের ধরন আরও গভীরভাবে তদন্ত করে দেখা হবে।
সূত্র- আনন্দবাজার
Please Share This Post in Your Social Media
More News Of This Category