মানিকগঞ্জের ঘিওর উপজেলায় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে বিলের ৩ হাজার টাকা শোধ না করায় আটকে রাখায় চিকিৎসার অভাবে মো. রেদোয়ান নামে এক শিশু মারা গেছে বলে অভিযোগ করেছেন স্বজন। দেড় বছর বয়সী রেদোয়ানের মৃত্যুর ঘটনায় গতকাল রোববার হাসপাতালের ভেতের ক্ষুব্ধ স্বজন বিক্ষোভও করেন। রেদোয়ান শিবালয় উপজেলার বকচর গ্রামের সোহেল গাজীর ছেলে।
শিশুটির চাচা আবু হোসেন জানান, গত শনিবার রাত ২টার দিকে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে রেদোয়ানকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই রেদোয়ানের অবস্থা সংকটাপন্ন হলে রোববার সকাল ৮টায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসক। কিন্তু হাসপাতালে থাকার বিল হিসেবে ৩ হাজার টাকা শোধ না হওয়ায় রেদোয়ান ও তার স্বজনকে আটকে রাখে হাসপাতাল কর্তৃপক্ষ। ওই অবস্থায় কোনো রকম চিকিৎসা না পেয়ে দুপুর ১২টার দিকে রেদোয়ান মারা যায়।
রেদোয়ানের মা রুপা আক্তার বলেন, ভোরের দিকে ছেলের অবস্থা ভালোই ছিল। সকাল ৮টার দিকে হাসপাতাল থেকে জানানো হয়, ছেলেকে ঢাকা নিতে হবে। আমরা ওকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি নিলে হাসপাতাল কর্তৃপক্ষ বিল বাবদ ৩ হাজার টাকা দাবি করে। আমার স্বামী টাকা ফিরে এসে দেবে বলার পরও হাসপাতাল কর্তৃপক্ষ অসুস্থ ছেলেটাকে ছাড়েনি। এভাবে কয়েক ঘণ্টা থাকার পর চিকিৎসার অভাবে আমার ছেলে মারা গেছে। এই মৃত্যুর জন্য তিনি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান। এ বিষয়ে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম বলেন, চিকিৎসা অবহেলায় শিশুটির মৃত্যু হয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হবে। দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
ঘিওর থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, মারা যাওয়া শিশুর স্বজন অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।