জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের পাঁচ নেতাকে হারিয়ে চেয়ারম্যান হয়েছেন সাবেকুন নাহার (শিখা)। ঘোড়া প্রতীকে সাবেকুন নাহার ৩৮ হাজার ৩০৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক পেয়েছেন ১১ হাজার ৭৪৭ ভোট।
মঙ্গলবার (২১ মে) দিবাগত রাতে জয়পুরহাট রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।
হেরে যাওয়া অন্য পাঁচ প্রার্থী হলেন বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মনিরুল শহিদ (মোটরসাইকেল), জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাহিদুল আলম (কই মাছ), উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক (আনারস), যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ জাফর সুমন চৌধুরী (টেলিফোন) ও বর্তমান ভাইস চেয়ারম্যান কুসুম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন (দোয়াত-কলম)।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২ হাজার ২৫ জন ও নারী ভোটার ১ লাখ ২ হাজার ৬১৮ জন। চেয়ারম্যান প্রার্থী ছিল ৬ জন। ভোটের শতকরা হার ৩৯ দশমিক ৪৭ শতাংশ। সর্বমোট ভোটের সংখ্যা ৮০ হাজার ৮১৪ জন। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ৭৬ হাজার ৬০৮ জন। বাতিলকৃত ভোটের সংখ্যা ৪ হাজার ২৬ জন।প্রসঙ্গ, প্রথমে পাঁচবিবি পৌরসভার নির্বাচনে মেয়র পদে লড়াই করে হেরে যান সাবেকুন নাহার। পরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হন। উপজেলা পরিষদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী, এমন আওয়াজ ছিল। তবে ভোটের চার দিন আগে জয়পুরহাট জেলা বিএনপি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সাবেকুন নাহার বিএনপির কেউ নন বলে জানিয়েছিল।