জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচ প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন তৃতীয় লিঙ্গের মুন্নি আক্তার। মঙ্গলবার (২১ মে) রাতে নির্বাচনের বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে তৃতীয় লিঙ্গের মুন্নি আক্তার সেলাই মেশিন প্রতীকে ২৩ হাজার ৭৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা. মাজেদা কলস প্রতীকে পেয়েছেন ২১ হাজার ১৮৪ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নেয়া অন্যান্য প্রার্থীরা হলেন- মিরা আক্তার (ফুটবল), মোছা. মাজেদা (কলস), মোছা. রশিদা বেগম (হাঁস), মোছা. রোকসানা আকতার (বৈদ্যুতিক পাখা), মোছা. মরিয়ম বেগম (প্রজাপতি)।
জয়ে উচ্ছ্বসিত মুন্নী আক্তার বলেন, দেওয়ানগঞ্জের জনগণ তাকে অত্যন্ত ভালবাসেন। গত নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চেয়েছিলাম। কিন্তু বয়স না হওয়ায় নির্বাচনে অংশ নিতে পারিনি। এবার নির্বাচনে ভোটাররা তাকে নিঃশর্তভাবে ভোট দিয়ে বিজয়ী করেছেন। এ জন্য তাদের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।
দেওয়ানগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শেখ মো. জাহিদ হাসান প্রিন্স বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। কোনো কেন্দ্রে বিশৃঙ্খলা বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।একটি পৌরসভা ও আটটি ইউনিয়ন নিয়ে গঠিত দেওয়ানগঞ্জ উপজেলা। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ২১ হাজার ৯১৬ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন সর্বমোট ২৩ জন প্রার্থী বিভিন্ন প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আগামী দিনগুলোতে তিনি যেন মানুষের কল্যাণে কাজ করতে পারেন সে জন্য সবার সহযোগিতা কামনা করেছেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মুন্নী আক্তার।