বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।
জনপ্রতিনিধিদের সততা ও নির্লোভ থাকার গুরুত্ব তুলে ধরে ‘প্রলোভন’ শিরোনামে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা প্রকাশ্যে আনলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।
আজ শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টে জনপ্রতিনিধিদের সততা ও নির্লোভ থাকার গুরুত্ব তুলে ধরে অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।
পোস্টে জ্বালানি উপদেষ্টা লিখেন, ‘কিছুদিন আগে শ্রীলংকায় এক মন্ত্রী পর্যায়ের বৈঠকে গেলে সেখানকার বিদ্যুৎমন্ত্রীর উপস্থিতিতে আয়োজকদের পক্ষ থেকে আমাকে একটি উপহার প্রদান করা হয়। হোটেলে ফিরে গিফট বক্স খুলে দেখি একটি দামি ব্র্যান্ডের হাতঘড়ি। ঘড়িটি আমি হাতে পরি, পছন্দ হয়, লোভ হয়। দেশে ফিরে এসে, মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি লিখে ঘড়িটি তোষাখানায় জমা দেয়ার জন্য পাঠাই।’
তবে সব উপহার তিনি ফিরিয়ে দেন না উল্লেখ করে লিখেন, ‘কোনো উপহারই গ্রহণ করি না, এমন নয়। বিদেশি মন্ত্রী ও রাষ্ট্রদূতরা দেখা করার সময় সুভেনির, বই নিয়ে আসেন। অবাণিজ্যিক পণ্য বা মূল্যসীমার মধ্যে কোনো খাবার, যেমন- চকোলেট। সেগুলো গ্রহণ করি। বিনিময়ে তাদের নিজের লেখা বই উপহার দেই। ভাগ্যিস কয়েকটা বই লিখেছিলাম!’
সব শেষে তিনি লিখেন, ‘আমার মনে হয়েছে, প্রলোভনের ঊর্ধ্বে ওঠাই জনপ্রতিনিধিদের প্রধান কাজ। এটা করতে পারলেই অন্য সব কাজ সহজ হয়ে যায়। আশা করি আসন্ন নির্বাচনে জনগণ নির্লোভ জনপ্রতিনিধিদের নির্বাচিত করবেন।’
https://shorturl.fm/hscEs
https://shorturl.fm/3TJ9S
https://shorturl.fm/jAF6E
https://shorturl.fm/gCACz
https://shorturl.fm/iFrUN
https://shorturl.fm/0gj0u
https://shorturl.fm/NEgAt
https://shorturl.fm/1IrQE
https://shorturl.fm/i1WTu
https://shorturl.fm/v7lGi