সিরাজগঞ্জের কামারখন্দে তীব্র গরম আর বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং এ অতিষ্ঠ হয়ে পড়েছে বাসিন্দারা। রাতের বেশি সময় বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন।
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কামারখন্দ সাব জোনাল অফিসের তথ্যমতে, উপজেলায় দিনে ৮ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও বরাদ্দ দেওয়া হচ্ছে ৫ মেগাওয়াট। অপরদিকে রাতে ১৩ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও বরাদ্দ দেওয়া হচ্ছে মাত্র ৬ মেগাওয়াট বিদ্যুৎ।দিনের তুলনায় রাতে ভয়াভহ লোডশেডিং দেওয়া হচ্ছে। এতে একদিকে তীব্র গরম, অপরদিকে রাতের বেশি সময় বিদ্যুৎ না থাকায় চরম কষ্টে আছেন উপজেলার বাসিন্দারা।উপজেলা চর কামারখন্দ গ্রামের বাসিন্দা আকরাম হোসেন বলেন, আমি অসুস্থ মানুষ। প্রতিদিন উচ্চ রক্তচাপসহ ঘুমের ওষুধ সেবন করে ঘুমাতে হয়। কিন্তু গত কয়েক দিন হলো একদিকে তীব্র গরম। অপরদিকে রাতের বেশি সময় বিদ্যুৎ না থাকায় ঠিকমতো ঘুমাতে না পেরে অসুস্থ হয়ে পড়েছি।সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার জাকির হোসেন জানান, দিনের বেলায় বিদ্যুৎ সঞ্চালন লাইনের বিভিন্ন অংশে কাজ করার কারণে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সাময়িক বন্ধ থাকে। আর রাতে ঘন ঘন লোডশেডিংয়ের ব্যাপারে আমার জানা নেই।